বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য আলহাজ্ব আব্দুস সামাদ প্রামানিকের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলার শিকদারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ প্রামানিককে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ প্রামানিকের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে। গত শনিবার (২৭ জুন) নিজ বাড়িতে ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বেশ কিছু দিন অসুস্থ ছিলেন তিনি। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মমিন, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, পরিবারের সদস্য,আত্মীয় স্বজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই