বাগমারা প্রতিনিধি: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার কন্যা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বাগমারা উপজেলা কমান্ডের উদ্যোগে গতকাল সোমবার সকালে বাগমারা উপজেলা পরিষদ চত্তরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ মানববন্ধনের উপস্থিত হয়ে একাত্বতা ও সহমর্মিতা ঘোষনা করে বিচারের দাবী জানিয়ে সংক্ষিপ্ত বত্তব্য প্রদান করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমূখ।
খবর২৪ঘন্টা/নই