বাগমারা প্রতিনিধি: রাজশাহী’র বাগমারার গনিপুর ইউপির আক্কেলপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন রোকেয়া বেগম (৫০) কে পাওয়া যাচ্ছে না। এব্যাপারে রোকেয়ার বড়ভাই আব্দুল হামিদ গতকাল মঙ্গলবার বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীন হওয়ায় তালাকপ্রাপ্তা হয়ে ভাইয়ের আশ্রয়ে ছিল। গত বুধবার ভোরে বাড়ী থেকে বের হয়ে ১২দিন যাবত তাকে খুঁছে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবার সূত্রে জানা গেছে। কেউ খুঁজে পেলে তার পরিবারের সাথে যোগাযোগের জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ