বাগমারা প্রতিনিধি:
বাগমারায় দুই মাদক ব্যবসাসী ও এক মাদক সেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তাহেরপুর পৌরসভার মথুরাপুর এলাকার শাহজাহান আলীর ছেলে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (২৫) ও একই পৌরসভার হরিফলা এলাকার বুল বুল হোসনের ছেলে নাহিদ আহম্মেদ (২৮) ও গাঁজা সেবনের দায়ে আত্রাই উপজেলার বজরপুর এলাকার মৃত অহির উদ্দীনের ছেলে বেলাল হোসেন (৪০)। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক ভাবে দুইটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার
আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন। বাগমারা থানার মামলার সূত্রে জানা যায়, তাহেরপুর এলাকার দুই যুবক মিজানুর রহমান ও নাহিদ আহম্মেদ ব্যাটারী চালিত অটোরিক্সায় করে নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল নিয়ে বিক্রির জন্য তাহেরপুর বাজারের কলেজ এলাকায় যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন। তাদের দেহ তল্লাসী করে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এই ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছ্ েবলে জানান, বাগমারা থানার ওসিনাছিম আহম্মেদ।
খবর ২৪ ঘণ্টা/আরএস