বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার চাঁনপাড়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন এমপি এনামুল হক। ১২ কোটি টাকার অধিক ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় কাজটি বাস্তবায়ন করছেন গণপূর্ত অধিদপ্তর।
মসজিদটি নির্মাণ সম্পন্ন হলে এর ভেতরে থাকবে মহিলা ও পুরুষের আলাদা নামাজ ও ওযুর ব্যবস্থা, গাড়ি পাকিং ব্যবস্থা, মৃতদেও গোসলের ব্যবস্থা, সম্মেলন কক্ষ, ইসলামিক লাইব্রেরি, ইসলামিক গবেষণা কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর উপজেলা অফিস, ইমাম প্রশিক্ষণ সহ হজ্ব প্রশিক্ষণ। এটিই হবে উপজেলার সর্ববৃহৎ মসজিদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহমুদুল হাসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, গণপূর্ত অধিদপ্তর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ কান্তা, উপ-বিভাগীয় সহকারী ইফতেকার মজিদ, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়ন সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাস্টারমিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ এর ঠিকাদার জেডু সরকার ও শাহ মোহাঃ মইনুল শান্ত সহ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খবর২৪ঘন্টা/নই