ঢাকাসোমবার , ২০ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় ভূয়া সাংবাদিক ও নামধারী ৪ মানবাধিকার কর্মী আটক

omor faruk
মে ২০, ২০১৯ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা ও মোহনপুর থানা পুলিশের যৌথ অভিযানে ৪ ভূয়া মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মানবাধিকার কর্মী ও সাংবাদিক নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আটকৃতরা হলেন, শুভডাঙ্গা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত বাদলা শাহের ছেলে আলীমুদ্দিন (৪৮), একই এলাকার বানাইপুর গ্রামের মুকবুল হোসেনের ছেলে সহেল রানা (৪২), মৃত আলেফ সরদারের ছেলে আব্দুস সাত্তার (৪৮) ও গোবিন্দ্রপাড়া ইউনিয়নের সমাসপুর গ্রামের মৃত লজির মন্ডলের ছেলে আফজাল হোসেন। আটকৃতদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, এলাকার কতিপয় বখাটে পশ্চিম বাগমারা হাটগাঙ্গোপাড়া বাজারে মোহনপুর উপজেলা মানবাধিকার অফিসের উদ্বৃতি দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আসখ নামে একটি শাখা অফিস গড়ে। তারা নিজেদেরকে মানবাধিকার কর্মী ও নিজেদেরকে নামকায়েস্তা সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে। প্রত্যন্ত এই এলাকায় কোন ঘটনার দুর্বল দিক খোঁজে প্রতিপক্ষের কাছে মোটা অংকের চাঁদা আদায় করত। কোন হারানো জিনিস পেতে সহযোগিতার নামে অর্থ আদায় ও বিদেশে লোক পাঠানোর নামে ও অফিসের ১০/১২ জন প্রতারণা করে। সম্প্রতি বিষয়টি প্রকট আকার ধারণ করে। ভুয়া নামীয় অফিসের বিচারকের দায়িত্বশীল ও সাংগঠনের নেতৃবৃন্দ কঠোর মনভাব নিয়ে এলাকায় সালিশী বৈঠক করে অর্থ আদায় করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ার করতো বলে জানা গেছে। ভিত্তিহীন সংগঠন ও ভুয়া সাংবাদিকের এমনি বিস্তর অভিযোগে জেলা ডিবি পুলিশ সত্যতা পেয়ে গত রোববার রাতে বাগমারা থানা ও মোহনপুর থানার যৌথ সহযোগীতায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নেয়। পরে তাদেরকে মোহনপুর পুলিশের হাতে সৌপার্দ করলে পুলিশ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করে। এব্যাপারে আটক বিষয় নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আটকতদের মোহনপুর থানায় নেয়া হয়েছে। একই ভাবে মোহনপুর থানার অফিসার্স ইনচার্জ আবুল হোসেন জানান, অভিযুক্তদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে পশ্চিম বাগমারা হাটগাঙ্গোপাড়া সাংবাদিক পরিচয়দানকারীদের মধ্যে কেউ সাংবাদিক না বলে বাগমারা প্রেস ক্লাবের পক্ষে সাফ জানানো হয়েছে। বাগমারায় কর্মরত সাংবাদিকরা ওই নামধারী কোন সাংবাদিককে চিনে না বলে জানিয়েছেন। এছাড়া তারা ওই এলাকায় ভুয়া সাংবাদিককের আর্বিভাবের ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন বলে জানান তারা।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।