বাগমারা প্রতিনিধিঃ বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছী মহল্লার বীর মুক্তিযোদ্ধা মহির উদ্দীন (৭২) বার্ধক্য জনিত কারনে গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নিজ বাসভবন দানগাছী মহল্লায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে………রাজেউন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বিকেলে সাড়ে ৫ টায় বীরমুক্তিযোদ্ধা মরহুম মহির উদ্দীনের রাষ্ট্রীয় মর্যদায় দানগাছী মহল্লার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যদায় দাফনের সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, থানার ওসি নাছিম আহম্মেদ, মুক্তিযোদ্ধা দবির উদ্দীন, আকবর হোসেন, রেজাউল করিম, সোহরাব হোসেন, আব্দুল জব্বার, কলিম উদ্দীনসহ উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাগন।
খবর২৪ঘণ্টা.কম/নজ