বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর সভায় বৃহস্পতিবার বৈকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগমারা উপজেলা কমিটি উদ্যেগে ০৩’ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাহেরপুর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক তাহেরপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম সামসুজ্জোহা মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুস সাত্তার প্রাং । বিশেষ অতিথি ছিলেন বাগমারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক নাজিম হাসান, জিল্লুর রহমান দু:খু, সেলিম রেজা, আশরাফুল ইসলাম ফরাসি, বিশিষ্ট সমাজ সেবক মমিনুল ইসলাম চৌধুরী, জাহিরুল ইসলাম, সাইদুর রহমান প্রমুখ। বক্ততরা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের নিরাপত্তাসহ কেদ্রীয় ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ