বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বিশ্ব জনসংখ্যা উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ দিকে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ারুল কবিরের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অদিদপ্তরের অফিস সহকারী শাহিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মুঠোফোনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল বাতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা পরিবার পরিকল্পনা পরির্দশক আব্দুল মজিদ প্রমুখ।
আর/এস