বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় গতকাল মঙ্গলবার বিশ্ব অটিজম দিবস উপলক্ষে জোবেদা হোসেন বৃদ্ধাশ্রমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড়বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোবেদা হোসেন বৃদ্ধাশ্রমের পরিচালক ও উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান, জনাব আলী, আব্দুর জব্বার, নিমাই চন্দ্র সরকার প্রমুখ । আলোচনা সভায় প্রধান অতিথি বলেন অটিজম শিশু কিশোরা সমাজে বোঝা নয়। তাদেরকে সমান সুযোগ দিয়ে গড়ে তুলতে হবে এবং অটিজম শিশু কিশোরদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও পূনর্বাসনের জন্য কাজ করায় তাঁকে ধন্যবাদ জানান। আলোচনা সভা শেষে অটিজাম শিশু কিশোরদের মধ্যে
খাবার বিতরণ করা হয় এবং সন্ধ্যায় জোবেদা হোসেন বৃদ্ধাশ্রমে নিল বাতি দ্বারা প্রজ্জলিত করা হয়। এদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা খানম, বিআরডিপি কর্মকর্তা আমাতুন হাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন ও সমাজ সেবা কর্মকর্তা ।
খবর ২৪ ঘণ্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।