1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় বিএনপির দু,পক্ষের মুখোমুখী অবস্থানে সভা পণ্ড - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১৭ জানয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

বাগমারায় বিএনপির দু,পক্ষের মুখোমুখী অবস্থানে সভা পণ্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বিএনপির দুই গ্রুপের কমিটি গঠনকে কেন্দ্র করে অনুষ্ঠিত আলোচনা সভা পুলিশের কারণে পন্ড হয়ে গেছে। ঘটনাটি উপজেলার ৯নং শুভডাঙ্গা ইউনিয়নের মধ্য-দৌলতপুরে। এদিকে পুলিশ জানান, বিএনপির অনুষ্ঠিত আলোচনা সভায় কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন আশংকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানাগেছে, শুক্রবার বিকেলে শুভডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মধ্য-দৌলতপুর পুরাতন প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পক্ষের ইউনিয়ন কমিটি এবং অপর পক্ষের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে সমবেত হয়।

সেই সময় উভয় পক্ষের নেতাকর্মী মুখোমুখী অবস্থান নেয়। এরই এক পর্যায়ে বাগমারা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার আতংকে উভয় পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এতে কোন পক্ষই কমিটি গঠন করতে পারেনি। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে যথা সময়ে পুলিশ ঘটনাস্থলে না পৌঁছালে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হতে পারতো।

উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য এ্যাড. নাসির উদ্দীন জানান, পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক ওই স্থানে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আমাদের নেতাকর্মীরা সমবেত হতে থাকে। হঠাৎ সেই সময়ে একই স্থানে অপরপক্ষ ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে সেখানে অবস্থান নেয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে বাগমারা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোন পক্ষই কমিটি গঠন করতে পারেনি।

এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধতে পারে সেই আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের কারনে সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে উভয় পক্ষ। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST