1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় বিএনপির ইউনিয়ন সভাপতি গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

বাগমারায় বিএনপির ইউনিয়ন সভাপতি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকরাম হোসেন (৫৫) কে গ্রেফতার করেছে বাগমারা থানার পুলিশ।  বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। বিএনপি’র ইউনিয়ন সভাপতি আকরাম হোসেনকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাগমারা উপজেলা বিএনপি’র সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া ও সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান।:বাগমারা থানার পুলিশ জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার ও বিশৃংখলা সৃষ্টি করতে পারে এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছেন। উপজেলা বিএনপি’র সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়ার দাবী নির্বাচন থেকে বিএনপি’কে সরানোর জন্য ক্ষমতাসীন দলের নেতার নির্দেশে তাকে পুলিশ গ্রেফতার করছে। তিনি

অভিযোগ করে বলেন, একাদশ জাতীয় নির্বাচনের তফসীল ঘোষনার পর থেকেই বাগমারায় বিএনপি’র নেতাকর্মীদের বিভিন্ন ভাবে নির্যাতন করছেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশ। অভিযোগ ছাড়ায় বাগমারা থানার পুলিশ বিএনপি’র একাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করেছেন। তারা সুষ্ঠ নির্বাচনের স্বার্থে বিনা অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার না করার আহবান জানিয়েছেন। এব্যাপারে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র নেতা আকরাম হোসেন বিশৃংখলার চেষ্টা করছে। গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

খবর ২৪ ঘন্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST