বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রীপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে মোহনপুর উপজেলার মৌপাড়া ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তাহেরপুর পৌর সভার খয়রা স্পোটিং ক্লাব।
খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি, চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন, তাহেরপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক, মেয়র আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, বাগমারা থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন, রেইনবো সফটওয়ার এর পরিচালক মোয়াজ্জেম হোসেন, প্রভাষক তোফাজ্জল হোসেন, তাহেরপুর পৌরসভার কাউন্সিলর রইচ উদ্দীন, মাস্টার মোজাম্মেল হক, শ্রীপুর যুব সংঘের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য রাকিবুল নাহিদ, আ’লীগ নেতা বজলুর রশিদ, আব্দুর রউফ প্রমুখ। প্রধান রেফারী হিসেবে ফাইনাল খেলাটি পরিচালনা করেন মিঠু ঘোষ।
খবর২৪ঘন্টা/নই