বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার আদিবাসি সহ প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিভিন্ন সমস্যা আর বিড়ম্বনায় পড়তে হয় সমাজের ওই সকল লোকজনকে। সে সময় তাদের পাশে তেমন কাউকে সেভাবে পাইনা তারা। দীর্ঘদিন থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে ইজি লাইফ ডেভেলপমেন্টে ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার সকাল ৯ টায় উপজেলার মাদারীগঞ্জ বাজারের প্রধান কার্যালয়ে ইজি লাইফ ডেভেলপমেন্টে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছে চাউল, আটা, চিনি, লাচ্চা এবং সেমাই।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক রজব আলী খন্দকার (শিমুল) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদশা,নির্বাহী সদস্য কামরুজ্জামান সোহাগ, রুবেল হোসেন, ইএলডিএফ ম্যানেজার নাজমুল হোসেন, জিল্লুর রহমান, গনিপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় আদিবাসীসহ ৩০০ জন ব্যক্তির মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
খবর২৪ঘন্টা/নই