বাগমারা প্রতিনিধি: বাগমারার শান্তিপাড়া গ্রামের একটি পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের রঘু প্রামানিক ও আনন্দ প্রামানিকের একটি পুকুর মান্দা উপজেলার বাথইল গ্রামের হারান চন্দ্র প্রামানিকের ছেলে মৎস্য চাষী অসিম কুমার ৩ লাখ ৩০ হাজার টাকায় ৩ বছরের জন্য লীজ নিয়ে মাছ চাষ শুরু করেন। পুকুরে চাষকৃত মাছগুলো সবে মাত্র বড় হতে শুরু করেছে। মঙ্গলবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ওই পুকুরের পানিতে বিষ ঢেলে দেয়। এতে ওই পুকুরের চাষকৃত রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ ও জাপানি রুইসহ বিভিন্ন প্রজাতির সব মাছ মরে গিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ