বাগমারা প্রতিনিধি:
বাগমারায় পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে ৭ লক্ষাধিক টাকার চাষকৃত মাছ নিধন করেছে। এ ঘটনায় বুধবার বাগমারা থানায় পুকুরচাষি আব্দুর মতিন একটি সাধারণ ডায়েরী করেছেন। জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের আব্দুল মতিন ও সগুনা গ্রামের আশরাফুল ইসলাম গত দু’ বছর আগে সগুনার ছাওয়াল কান্দা বিলে একটি পুকুর খনন করেন। তারা স্থানীয়দের থেকে লিজ নেয়া জমিতে পুকুর খনননের পর থেকে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন। গত
মওসুমের পর এবারে চাষকৃত মাছগুলো বেশ বেড়ে উঠেছে। গত শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে রাতের অন্ধকারে মাছ তুলে নেয়। পরের দিন পুকুরে আব্দুল মতিন খাবার দিতে গিয়ে মাছ ভাসতে দেখতে পায়। পরে পুকুর পাড়ে বিষের বোতল ও মাছ ধরে নেয়ার আলমত তিনি বুঝতে পারেন। বেলা যতই বাড়তে থাকে ততই মাছ গুলো মরে ভাসতে থাকে। তাৎক্ষণিক জেলেকে দিয়ে কিছু মাছ উত্তোলন করলেও ওই পুকুরের চাষকৃত সমস্ত মাছ মরে ভেসে উঠে। পুকুরচাষি আব্দুল মতিন ও আশরাফুল ইসলাম জানান, গত দুই বছর আগে
ন্থানীদের কাছ থেকে লিজ নিয়ে ১১ বিঘা জমিতে পুকুর খনন করে পুকুর মাছ ছাড়ে। পুকুরে রুই, কাতল, মৃগলসহ বিভিন্ন প্রজাতির মাছ বড় হয়ে ছিল। পুর্ব শত্রুতা ধরে পুকুরে বিষ প্রয়োগে তাদের ৭ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। কে বা কারা এমন অনৈতিক কাজ করেছে তা তারা জানেন না। তবে পুকুর শুরু থেকেই এলাকার একটি পক্ষের সঙ্গে তাদের বিরোধ ছিল। এব্যাপারে পুকুরচাষি আব্দুল মতিন গতকাল মঙ্গলবার বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
আর/এস