বাগমারা প্রতিনিধি: “পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর” প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী নিদের্শনা বাস্তবায়ন এবং মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে রাজশাহীর বাগমারায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ ক্যাম্পাসে এই কর্মসূচী পালন করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী রেজাউল করিম, সমাজসেবা অফিসার আব্দুল মমিন, বন কর্মকর্তা জোনাব আলী, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান প্রমুখ। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কালে উপজেলা ক্যাম্পাসে পড়ে থাকা সকল ময়লা-আবর্জনা তুলে নির্দিষ্ট স্থানে রাখা হয়। এর ফলে উপজেলা চত্বরে স্বাস্থ্য সম্মত পরিবেশ বিরাজ করছে।
খবর২৪ঘন্টা/নই