বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় গতকাল রোববার নতুন ইউএনও হিসাবে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। বিদায়ী নির্বাহী অফিসার জাকিউল ইসলাম অফিসিয়াল দায়িত্ব হস্তান্তরসহ তাঁকে ফুল দিয়ে বরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসে কর্মরত সিএ শহিদুল ইসলাম ও ওস শহিদুল্লাহ্ প্রাং সহ অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ০৪ সেপ্টেম্বর ২০১৯
তারিখে বিভাগীয় কমিশনার অফিস থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে বদলী করেন এবং বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদকে বাগমারায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করেন। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে বিভিন্ন মহল থেকে স্বাগত জানানো হয়েছে।
আর/এস