বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় শারদীয়া দূর্গা পূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ৭৮ টি পূজা মন্দির কর্তৃপক্ষের নিকট ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ কার্যপরিচালনা কমিটির প্যানেল স্পিকার ইঞ্জিনিয়ার এনামুল হক। শনিবার বেলা ১১ টায় উপজেলার সালেহা ইমারত কোন্ড স্টোরেজের সভা
কক্ষে এই অনুদানের অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ স্ট্রাষ্টের ট্রাস্টি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, আফতাব উদ্দীন আবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম,
উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রদীক কুমার সিংহ, সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রাং, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার কুন্ড, সাধারণ সম্পাদক হিরেন্দ্রনাথ উকিল প্রমুখ।
আর/এস