বাগমারা প্রতিনিধি: বাগমারায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। সোমবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন এলাকার তিন হাজারের অধিক শিশু সহ নারী-পুরুষের মাঝে ব্যক্তিগত ভাবে কম্বল বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য কাউন্সিলর হাচেন আলী, সামসুল হক, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুবলীগ নেতা আইনুল হক, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন সান্টু, আতাউর রহমান, আব্দুর রউফ প্রমুখ।
আর/এস