বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার গোলাকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামে দীঘি ও পুকুরে বিষ প্রয়োগের ঘটনার মামলায় দুই জনকে আটক করেছে বাগমারা থানা পুলিশ। আকটকৃতরা হলো কনোপাড়া গ্রামের সজো আলীর ছেলে বাবু(৩৮) ও একই গ্রামে আলতাফ হোসেনের ছেলে আবজাল হোসেন(৪০)। মামলা সূত্রে জানা যায় উপজেলার গোয়ালকান্দি ইউপির কনোপাড়া গ্রামের মকছেদ আলীর দীঘি ও পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় ১কোটি ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন এর মামলায় সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের নামে বাগমারা থানায় মামলা দয়ের করে। ওই মামলায় বৃহস্পতিবার
রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে বাগমারা থানা পুলিশ। এ ব্যাপরে বাগমারা থানার ওসি ( তদন্ত) মিজানুর রহমান জানান ৭জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ব্যক্তিদের নামে মকছেদ আলী মামলা দায়ের করেন। ওই মামলায় দুইজনকে আটক করা হয়েছে।বাঁকি আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় কনোপাড়া গ্রামের মকছেদ আলীর লীজকৃত সাবসার দীঘি ও পুকুরে বিষ প্রয়োগ করে।
আর/এস