বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় দাদা সোভান আলীর (৬০) বিরুদ্ধে নাতনিকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে বাগমারা আমপাড়ার সুজন পলাশ এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিশুকে মঙ্গলবার সকালে সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দুপুরে ওই শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় সোভান আলীর লালসার শিকার হয় শিশুটি। সোভান আলী ওই শিশুকে নানা ভাবে ভয়ভীতি দেখায়। শিশুটি বাড়ির কাউকে যেন না বলে। পরে সন্ধ্যার দিকে ওই শিশুটি নিজ বাড়ির বিছায় ঘুমাতে গেলে পরিবারের লোকজন রক্ত দেখতে পায়।
পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে স্থানীয় মাত্তাব্বরদের জানালে তারা আশ্বাস দেন বিচারের। পরে শিশুটির পরিবারের লোকজন রামেক হাসপাতালে ভর্তি করেন।
বাগামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ঘটনাটি জানার পর এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তারা থানায় আসলে মামলা হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ