বাগমারা প্রতিনিধি: উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয় বর্ধক (আইজিএ) প্রশিক্ষন প্রকল্পের ৮ম ব্যাচের টেইলারিং ও বাটিক প্রশিক্ষনার্থী ৫০ জনের মাঝে ৬ হাজার টাকার চেক সোমবার উপজেলা পরিষদ চত্ত¡রে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ, কে, এম ওয়াহেদুজ্জামান। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অধীন ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগমারা, রাজশাহীর আয়োজনে উক্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও প্রশিক্ষন ভাতা হিসাবে জনপ্রতি ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ব্লক বাটিক প্রশিক্ষনার্থী আয়শা বেগম জানান আমরা ৩ মাস ব্যাপী দক্ষতার সাথে টেইলারিং ও ব্লক বাটিক প্রশিক্ষন গ্রহন করে উপকৃত হয়েছি।
খবর২৪ঘন্টা/নই