বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় জেলা তথ্য অফিসের আয়োজনে এবং বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে “সম্মৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা, লোক সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ এর সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাফেয়ালা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহার আলী, বিজন কুমার সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, অ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, কামাল হোসেন, মাহামুদুর রহমান মিলন, আনোয়ার হোসেন, আব্দুল হাকিম, আব্দুল মতিন, আসলাম আলী আসকান, আব্দুল জব্বার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী আজাহার আলী, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ। আলোচনাসভা পরিচালনা করেন গোলাম সারোয়ার রবিন।
আর/এস