বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এক দিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সহযোগীতায় সকাল ১০ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শামসুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম
সান্টু, জেলা উপ-পরিচালক ( স্বাস্থ্য) ডা: গোপেন্দ্রনাথ আচার্য, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শবনব শিরিন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আব্দুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম সহ সুধীজন।
খবর২৪ঘণ্টা.কম/নজ