বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যর সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে শিকদারী-হায়াতপুর ব্রীজ। ব্রীজটি নির্মাণের ফলে সময় এবং কষ্ট লাঘব হবে কয়েক গ্রামের মানুষের। মাড়িয়া ইউনিয়নবাসীর দীর্ঘদিনের চাওয়া-পাওয়া পুরণ হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্তাবধানে ২৯ লাখের অধিক টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ব্রীজটি। ব্রীজটির নির্মাণকারী প্রতিষ্ঠান রাজশাহীর সোমা কন্সট্রাকশন। মঙ্গলবার
সকালে ব্রীজটির বেজ ঢালাইয়ের উদ্বোধন করা হয়। বেজ ঢালাইয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, কাজের ঠিকাদার এমদাদুল হক প্রমুখ।
আর/এস