বাগমারা প্রতিনিধি: বাগমারায় আম গাছ থেকে পড়ে জাকিরুল ইসলাম জাকির (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জাকির উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ওই ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ী গ্রামের জাকিরুল ইসলাম জাকির বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে তাদের বাড়ির পার্শ্বে আম বাগানে আম ভাঙ্গার জন্য কয়েকজন যুবকের সাথে যান। গাছে উঠে আম ভাঙ্গার সময় হঠাৎ গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে আহত হন। আহত জাকিরকে তার সহপাটিরা চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স বাগমারাতে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের আত্মীয় স্বজনদের মধ্যে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা নিহত জাকিরুল ইসলাম জাকিরের লাশ দ্রুত তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। নিহত জাকিরুল ইসলাম রাজশাহী কলেজের মাষ্টার্সের শিক্ষার্থী বলে জানা গেছে।
খবর২৪ঘন্টা/নই