সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ৪ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় গলদা চিংড়ি’র মাঠ দিবস অনুষ্ঠিত

khobor
আগস্ট ৪, ২০১৯ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় গলদা চিংড়ি’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের আওতায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) মাঠ দিবস অনুষ্ঠিত। রবিবার দুপুর ১২ টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে শুভডাঙ্গা ইউনিয়নের নারায়ন পাড়াআরডি’র পুকুর পাড়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল গাফ্ফারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, শুভডাঙ্গা ইউনিয়নের আরডি

খোরশেদ আলম, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি সামসুল হক, বাবুল আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী লাল চাঁদ, কমল কুমার সরকার, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি শাহাজাহান আলী, গোলাম মোস্তফা, আরডি আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুর রহমান সহ উপজেলা ১২ টি ইউনিয়নের স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি, আরডি এবং মৎস্য চাষীগণ। অনুষ্ঠানে গলদা চিংড়ির প্রদর্শনী করা হয়। অল্প সময়ে গলদা চিংড়ির চাষ করে অধিক মুনাফা অর্জন করা সম্ভব বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। স্থানীয় মৎস্য চাষীরা যাতে ব্যাপক হারে গলদা চিংড়ির চাষ করে সে বিষয়ে স্বার্বিক সহযোগিতা করছে উপজেলা মৎস্য অফিস।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।