1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি প্রনোদনা বিতরণ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

বাগমারায় কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি প্রনোদনা বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

বাগমারা প্রতিনিধি: বাগমারায় উপশী ও নেরিকা আউস প্রণোদনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রনোদনার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রনোদনার উদ্বোধন করেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাছিম আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দিন মাষ্টার, ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন সরুজ, সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইদ আব্দুল্লাহ মোস্তাফিজ, সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপসহকারি কৃষি কর্মকর্তা আজাদ, আমিনুল, সামসুল ও আব্দুল বারী প্রমূখ।

অনুষ্ঠানে খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে উপজেলার ৩ হাজার ৬৫০ জন কৃষককে ৫ কেজি উফশী ধান বীজ , ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি ও নগত ৫০০ টাকা এবং ৭৯০ জন কৃষকের মাঝে ১০ কেজি নেরিকা ধান বীজ ও একই পরিমান সার এবং নগত ১০০০ টাকা করে প্রনোদনা বিতরন করা হয়। উপজেলা ১৬টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকার মোট ৪ হাজার ৪শ’ ৪০ কৃষকের মাঝে বিনামূল্যে এসব কৃষি উপকরন বিতরণ করা হয়।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST