বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস থেকে রক্ষায় মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা সদর ভবানীগঞ্জ এবং দেউলিয়ার জনগুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মাঝে করোনা ভাইরাস থেকে রক্ষায় মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের নেতৃত্বে শতাধিক ব্যক্তির মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোয়ামেন হোসেন, বুলবুল আহম্মেদ প্রমুখ।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।