বাগমারা প্রতিনিধি:
“কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হল জাতীয় কন্যা দিবস-২০১৯।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহেদুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাউস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহম্মাদ আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবিউল হাসান, মাহমুদা সিদ্দিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এস/আর