বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামের লম্পট আলাল উদ্দীন ওরফে আলালের নামে (৭) বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় শিশুটির পিতা নিজেই বাদী হয়ে লম্পট আলাল উদ্দীন ওরফে আলালের নামে ধর্ষনের চেষ্টার অভিযোগে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর পরই লম্পট আলাল এলাকা ছেড়ে পালিয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানান। বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন,আলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।
এলাকার লোকজন ও থানার মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১ আগষ্ট) ঈদের দিনে বেলা সাড়ে ১০ টার দিকে লোকজন গরু, ছাগর জবাই করে নিয়ে ব্যস্ত ছিল। সুযোগ বুঝে লম্পট একই পাড়ার শিশুটির বাড়িতে যায়। বাড়িতে শিশুটি ছাড়া আর কেউ ছিল না। বাড়ির লোকজনের অনুপস্থিতি দেখে লম্পট আলাল উদ্দীন আলাল কন্যা শিশুটিকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। শিশুটির চিৎকারে তার মাসহ বাড়ির আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে আলাল উদ্দীন আলাল পালিয়ে যায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আলালকে ধরার জন্য এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে চেষ্টা চালায়। তাকে ধরতে না পেরে শিশুটির পিতা ঘটনাটি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং শিশুটির মুখ থেকে বিস্তারিত জানার পর পুলিশ তাকে থানায় নিয়ে যায়। সন্ধ্যায় শিশুটির পিতা নিজেই বাদী হয়ে লম্পট আলালকে আসামী করে ধর্ষনের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে। মামলার পর পরই পুলিশ আলালকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। শিশুটির পিতার অভিযোগ, লম্পট আলাল এলাকায় একের পর ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে এলাকায় একাধিক নারীকে হেনেস্তা করেছে বলে এলাকার লোকজন অভিযোগ করেছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান এ প্রতিবেদক বলেন, আলালকে ধরার জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তার বিরুদ্ধে নারী কেলেংকারীসহ বিভিন্ন ধরনের অনৈতিক অভিযোগ রয়েছে বলে তিনি জানান।
খবর২৪ঘন্টা/নই