নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলীর (এলজিইডি) প্রায় ৫৮ লাখ টাকার কয়েকটি প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জেলা প্রশাসক এবং এলজিইডির রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ হয়েছে। জানাযায়, ঠিকাদারের যোগসাজসে এলজিইডির বাগমারা উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন তার দপ্তরের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে সুত্রে জানাগেছে, প্রায় সাত বছর ধরে বাগমারায় কর্মরত সানোয়ার হোসেন নানা অনিয়ম
ও দুর্নীতি করেছেন । ঘুষ না দিলে হয়রানি করেন ঠিকাদারদের। এছাড়াও হিসাব রক্ষক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জানতে চাইলে উপজেলা হিসাব রক্ষক সিদ্দিকুর জানান, তথ্য আইনে অধিকার মামলা করেন। সরকারের উন্নয়ন মূলক কাজের তথ্য নেন। রাজশাহী (এলজিইডি) অফিসে করা এক ঠিকাদারের অভিযোগ থেকে জানাযায়, গত অর্থবছরে বাগমারার কেশরহাট-ভবানীগঞ্জ, ভায়া আহসানগঞ্জ রাস্তার সংস্কারের জন্য প্রায় ৩৬ লাখ টাকা বরাদ্দ হয়। উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন ও উপ সহকারী প্রকৌশলীর যোগসাজসে কাজটি অত্যন্ত নিম্নমানের করেন ঠিকাদার হাফিজুর রহমান। কাজের সিডিউলের কোনো কিছু নিয়ম তোয়াক্কা না করে লোক দেখানো এই কাজে সরকারি অর্থ লোপাট করা হয়েছে অভিযোগে জানাগেছে।
আর/এস