নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা থানা পুলিশ বিশেষ অভিযানে একাধিক মামলার পলাতক আসামি জাবের আলী (৪৫) সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জাবের মারপিটসহ একাধিক মামলার পলাতক আসামী। তিনি উপজেলার মন্দিয়াল গ্রামের মৃত বুদাইগাইনের ছেলে। আটককৃত অন্য আসামীরা হলেন, ইব্রাহিম সোনার ছেলে মোজাম্মেল হক (৩৬), বীরকয়া গ্রামের মৃত সাবের আলীর ছেলে শামসুদ্দিন (৩৫), খয়রা গ্রামের বিজয়ের ছেলে শ্রী নারায়ন (৪১), মৃত মফিজ উদ্দিনের ছেলে জফের আলী, তেগাছি এলাকার মৃত মতিনের ছেলে জিয়াউর রহমান (৪৬)।
বাগমারা থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামী জাবের আলী ও জিয়াউর রহমানকে হাটগাংগোপাড়া এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে জাবের আলীর সহযোগী অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম বলেন, আসামীদের গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল। মারপিটসহ একাধিক মামলা রয়েছে আসামীদের বিরুদ্ধে।
এস/আর