বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গোলাম রহমান (৪০) নামে একব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সুজন পালশা গ্রামের তাছের আলীর ছেলে গোলাম রহমান মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পরিবারের অগোচরে বিষ পান করে। পরে তার পরিস্থিতি বেগতিক হলে পরিবারের লোকজনকে ডেকে বলে আমি বিষ খেয়েছি, আমাকে চিকিৎসার ব্যবস্থা কর। তার কথা মত সিএনজি জোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় রাস্তার মধ্যে তার মৃত্যু ঘটে। পরে তাকে বাড়িতে ফিরিয়ে এনে পুলিশকে না জানিয়েই ঋণদাতাদের
পরামর্শে গোপনে তাড়িঘড়ি করে বুধবার সকালে তার লাশ দাফনের চেষ্টা করে। এ ঘটনায় কে বা কাহারা বাগমারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছেন। এব্যাপারে বাগমারা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানানো হয়েছে যে, বিভিন্ন সংস্থা ও স্থানীয় এনজিও থেকে অনেক টাকা ঋণ গ্রহন করে গোলাম রহমান। গ্রহনকৃত ঋণের টাকার
জন্য এনজিও’র ও স্থানীয় সমিতির লোকজনেরা বিভিন্ন রকম চাপ ও মামলা মোকদ্দমার হুমকি দিলে সে বিষ পানে আত্মহত্যার পথ বেছে নেয়। এব্যাপারে বাগমারা থানার ওসি আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।