বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রামগুইয়া ইমদাদুল উলুম কাওমী মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ইফতার পূর্ব মূহুর্তে মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
পবিত্র মাহে রমজানের প্রথম দিনে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী প্রদানের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসন। দেশের চলমান করোনা ভাইরাস মোকাবেলায় মহান আল্লাহর নিকট প্রার্থনার করেন শিক্ষার্থীরা।
ইফতার সামগ্রী প্রদান কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি, চেয়ারম্যান মকবুল হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা আ’লীগের সদস্য লোকমান আলী, আকবর আলী, রামগুইয়া ইমদাদুল উলুম কাওমী মাদ্রাসায় প্রধান শিক্ষক এমদাদুল হক, আ’লীগ নেতা হাবিবুর রহমান, আতিকুর রহমান স্বপন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, সাবেক সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।
খবর২৪/ঘন্টা/ বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।