নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় ৪৭০ পিস ইয়াবাসহ স্বপন আলী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর বাগমারা উপজেলার চকহায়াতপুর গ্রামের নাজিম উদ্দিন মণ্ডলের ছেলে। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে বাগমারা থানাধীন
মোহনগঞ্জ বাজারের পানহাটা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ পিস ইয়াবা ও ১ টি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী স্বপনকে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে