নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাগমারা থেকে ৩৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে থানা এলাকার সোনাবিল থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বাগমারা থানাধীন সোনাবিল এলাকায় অভিযান চালিয়ে ৩৮০ পিস
ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার বালানগর গ্রামের গাফফারের ছেলে আবু রায়হান (২৪) ও একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে রমজান আলীকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে বাগমারা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর ২৪ ঘন্টা/আর