বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ব্যাংক কর্মকর্তা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, নার্সসহ একদিনে সর্বোচ্চ ১০জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনারোগীর সংখ্যাও অর্ধশত অতিক্রম করল। মোট ৫৬ জন করোনায় সংক্রমিত হলেন।
এক সপ্তাহ আগে গত গত ১২ জুলাই নতুন শনাক্তদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিল। তাঁরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত সব রোগীর শারীরিক অবস্থা ভালো বলে পরিবার ও স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১২ জুলাই কোভিডের উপসর্গ থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। গত রোববার রাত ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে প্রকাশিত তালিকায় উপজেলার ১৪ জনের নাম উলেখ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁদের তালিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে। তাঁদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারসহ চারজনের ফল নেগেটিভ ও ১০ জনের পজিটিভ এসেছে। পজিটিভ রোগীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ভবানীগঞ্জ ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা আতাউর রহমান (৩৮), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স নীলা (২৭) , সেলিম (২৭) , উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম (৫৮)। এছাড়াও উপজেলা প্রকৌশলীর দপ্তরের মোবারক হোসেন (৩০) ও মোস্তফার(৫০) ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও ৬৫ বছরের একজন বৃদ্ধও রয়েছেন আক্রান্তদের তালিকায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, এ সংক্রান্ত প্রতিবেদন গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে। সংক্রমিতদের বাড়িতেই অবস্থানের অনুরোধ করা হয়েছে। বাড়িতেই থেকে তাদের চিকিতসাসহ পরামর্শ দেওয়া হবে। সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন।
গত ১২ এপ্রিল বাগমারায় প্রথম করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়। এই নিয়ে তিনমাসে বাগমারায় সংক্রমিত রোগীর সংখ্যা অর্ধশত অতিক্রম করল। এটিই একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে সবোর্চ্চ সাতজন শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্স ও স্বাস্থ্য কর্মীদের সংখ্যা বেশি।
খবর২৪ঘন্টা/নই