বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় আলোর পথে সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে করোনা সংকট মোকাবেলায় গরীব, দুস্থ, অসহায় ও ভ্যান চালকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া বাজারে সংস্থার কার্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারনে বাজারঘাট বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে নি¤œ আয়ের মানুষ সহ অসহায়, দুঃস্থ ও গরীব লোকজন। তাদের কথা চিন্তা করে আলোর পথে সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে করোনা সংকট মোকাবেলায় ১০০ মাঝে চাউল, ডাল, তেল এবং সাবান বিতরণ করা হয়।
এ উপলক্ষে মুগাইপাড়া বাজারে আলোর পথে সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মারুফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, ইউপি সদস্য সিরাজ উদ্দীন, ওয়ার্ড আ’লীগের সভাপতি জাবেদ আলী, সহ-সভাপতি দানেসুর রহমান, আশরাফ আলী, আলোর পথে সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি সেকেন্দার আলী, সহকারী পরিচালক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মহসিন আলী, সদস্য আব্দুল হান্নান, আজিবর রহমান, ইউনুস, মাস্টার মবেদ আলী প্রমুখ।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।