বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ২০১৯-২০ মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে ভবানীগঞ্জ সরকারী খাদ্য গুদামে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, ভবানীগঞ্জ এল.এস.ডি’র খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
চলতি মৌসুমে উপজেলার প্রান্তিক কৃষকদের নিকট থেকে ৮৩ টন আমন ধান সংগ্রহ করা হবে। প্রান্তিক কৃষকদের মাঝ থেকে লটারীর মাধ্যমে ক্রয় করা হবে ধান। ২৬ টাকা কেজি দরে প্রতি কৃষকের নিকট থেকে ১০ মন করে আমন ধান ক্রয় করা হবে। ২০২০ সালের ২৮ ফেব্রয়ারী পর্যন্ত চলতি মৌসুমের আমন ধান সংগ্রহ কার্যক্রম চলবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানাগেছে।
আর/এস