বাগমারা প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ রাজশাহী-৪ বাগমারা আসনে অবশেষে বিএনপি’র চূড়ান্ত প্রার্থী হলেন আবু হেনা। গতকাল রবিবার জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাঁছাই অনুষ্ঠিত হয়। বাগমারা আসন থেকে বিএনপি সমর্থিত দুইজন প্রার্থী দলীয় নির্দেশে মনোনয়নপত্র উত্তোলন করেন। এর মধ্যে যাচাই বাছাইয়ে জেলা বিএনপি’র সহসভাপতি অধ্যাপক এম এ গফুররের মনোনয়নপত্রে বিভিন্ন ক্রুটি থাকায় তার মনোনয়নপত্র বাতিল ও সাবেক এম পি আবু হেনার মনোনয়নপত্র সঠিক বলে ঘোষনা করা হয়। এ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা থেকে দুই দুইবারের নির্বাচিত সফল সাবেক এমপি আবু হেনাকে আসন্ন সংসদ নির্বাচনে তার প্রার্থীতা চূড়ান্ত হওয়ায় বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌর বিএনপি ও এর বিভিন্ন
অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। তৃণমূল নেতা কর্মীদের প্রাণের দাবী হিসাবে আবু হেনার মনোনয়ন চূড়ান্ত হওয়ায় তারাও সন্তোষ প্রকাশ করেছেন। তৃণমূল নেতা কর্মীদের মতে, আবারও তৃতীয় বারের মত সাবেক এমপি আবু হেনাকে নির্বাচিত করে ঘুষ, দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত বাগমারা গড়ে তুলব। উল্লেখ্য এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আবু হেনা বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। এক প্রতিক্রিয়ায় সাবেক এমপি আবু হেনা বলেন, সাবইকে সাথে নিয়ে এবারের ইতিহাসের কঠিনতম নির্বাচন করব। সকল ভেদাভেদ ভুলে তিনি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহবান জানিয়েছেন।
খবর ২৪ ঘণ্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।