নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় ঈদে ঘুরতে যাওয়ার নাম করে শালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর পুলিশ ওই মেয়েকে উদ্ধার ও তার দুলাভাইকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাগমারা থানা পুলিশ তাকে আটক করা হয় ওই মেয়েকে উদ্ধার করে। আটককৃত ব্যক্তির নওগা জেলার আত্রাই থানার রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম জানান, গত ২৫ মে গ্রেফতারকৃত আসামি ঈদ উপলক্ষে ঘুরতে যাওয়ার নাম করে কৌশলে বাগমারা
এলাকা হতে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আটককৃত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে স্বামীসহ আরো কয়েকজনকে অভিযুক্ত করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব এর দিকনির্দেশনায় বাগমারা থানার এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়া সদর থানা পুলিশের সহায়তায় গত ৯-৬-২০২০ খ্রিঃ বগুড়া সদর থানার ইসলামপুর হরিদারি এলাকা হতে উক্ত ভিকটিম ও আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমকে