বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় অজ্ঞাত এক নারীর (২৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বাগমারা থানা পুলিশ। লাশটির পরিচয়ের জন্য বিভিন্ন স্থানে খোঁজ খবর শুরু করেছে পুলিশ। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বাগমারা থানার ওসি নাছিম আহমেদ জানান, গত মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে এলাকার লোকজন বারানই নদীর তাহেরপুর এলাকায়একটি নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে
খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং গলিত একটি নারীর লাশ দেখতে পায়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটির পরিচয় না পেয়ে রাতেই পুলিশ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। পুলিশের ধারনা বাহির থেকে কোন নারী কে নিয়ে এসে তাহেরপুর এলাকায় হত্যা করে লাশটি নদীতে ফেলে রেখেছে। অথবা অন্য কোন স্থানে ওই নারীটিকে হত্যা করে তাহেরপুর এলাকায় লাশটি নদীতে ফেলে গেছে দুস্কৃতকারীরা। লাশটির পরিচয় পেলেই প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।
খবর ২৪ ঘণ্টা/আর