বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার স্থানীয় লোকজন বিদ্যালয়ের অফিস কক্ষে তালা দিয়ে স্কুল বন্ধ করে দিয়েছেন। সরেজমিনে জানা যায়, বাগমারার সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার ম্যানেজিং কমিটির (অভিভাবক সদস্য) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু গত ৭ নভেম্বর বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক সাইপাড়া গ্রামের রবিউল ইসলাম বাদী হয়ে রাজশাহীর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে প্রতিবাদী হিসাবে উল্লেখ করা হয়। আদালতে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ভোট গ্রহণ স্থগিদের আদেশ দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্মিত্তে বাগমারার উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসারকে আদেশের কপি পাঠানো হয়। আদালত কর্তৃক আদেশের কপি পাওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান গত ১৩ নভেম্বর এক নোটিশের মাধ্যমে আদালতের নির্দেশনা মোতাবেক সাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ভোট গ্রহনের সকল কার্যক্রম স্থগিত করা হলো মর্মে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দেন। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্মিত্তে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ, বাগমারাকেও চিঠি দেওয়া হয়। এর প্রেক্ষিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম বছির উদ্দিন নির্বাচন স্থগিত করে গত বৃহস্পতিবার বিদ্যালয়ে নোটিশ ঝুঁলিয়ে দেন।
এদিকে ভোট গ্রহণের মাত্র দুই দিন আগে নির্বাচন স্থগিত করার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুনছুর রহমানের নেতৃত্বে স্থানীয় লোকজন গতকাল শনিবার বেলা ১১ টার দিকে বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান এবং স্কুল চলাকালীন সময়ে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের বের করে দিয়ে অফিস কক্ষে তালা ঝুঁলিয়ে দিয়ে স্কুল বন্ধ করে দেন। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বাসুপাড়া ইউপির
সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান ও আ’লীগ নেতা মুনছুর রহমান অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে চক্রান্ত করে নির্বাচন স্থগিত করেছেন। এ কারণে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে তালা দিয়ে স্কুল বন্ধ করে দিয়েছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম বছির উদ্দিন বলেন, আদালতে দায়েরকৃত মামলার বরাত দিয়ে গত ১৩ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ভোট গ্রহণ স্থগিত করার নির্দেশ দিয়ে চিঠি দেন। এর প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান বলেন, আদালতের আদেশে ওই স্কুলে ম্যানেজিং কমিটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।