বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার মোহনগঞ্জ ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার। সকাল ৮ঘটিকা হতে বৈকাল ৪ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, মচমইল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ও মোহনগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সহকারি অধ্যাপক আব্দুল মালেক প্রামানিক।
অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মোট ৭জন প্রার্থী সরাসরি ভোটে অংশ গ্রহন করেন। এর মধ্যে বিএনপি সমর্থিত অভিভাবক প্রতিনিধি ২জন ও আ’লীগ সমর্থিত অভিভাবক প্রতিনিধি ১জন। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল লতিফ চেয়ার প্রতীকে ২৯৮টি ভোট পেয়ে প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন আ’লীগ সমর্থিত মোজাম্মেল হক ছাতা প্রতীকে ২৯৬ ভোট পেয়েছেন এবং বিএনপি সমর্থিত প্রার্থী তৈয়বুর রহমান দোয়াতকলম প্রতীকে ২৯২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ভোট ভোটের সংখ্যা ছিল ৭২৫জন এবং উপস্থিতি ৫২৮।
মোহনগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ তরফদার এক প্রতিক্রিয়ায় বলেন, শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ী ও পরাজিত সকলকে সুষ্ঠু নির্বাচনে সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অভিভাবকদের স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহনের জন্য শুভেচ্ছা জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
————————————- khobor24ghonta.com এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ————————————-