বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় এবং নবাগতদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বিদ্যালয় চত্বরে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বিএসসি’র সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবু, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মাহাবুর রহমান, বাগমারা টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক শেখ মজিবুর রহমান, বাগমারা ডিগ্রী কলেজের প্রভাষক গোলাম মাওলা, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার ও অন্যান্য নেতৃ বৃন্দ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আঃ সালাম, বাসুপাড়া ইপি আওয়ামীলীগের সম্পাদক জাফর ইকবাল, ভবানীগঞ্জ পৌর যুবলীগ সভাপতি ফেরদৌস প্রাং, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগ সম্পাদক আঃ মজিদ ও ছাত্রলীগ নেতা জেবাল আহম্মেদ প্রমুখ। অপর দিকে উপজেলার বাগান্না উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফরহাদ আলী। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিঃ আলমগীর হোসেনের সভাপতিতে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড জাকিরুল ইসলাম সান্টু। বিদায় ও বরণ অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ