বাগমারা প্রতিনিধি: বাগমারার তাহেরপুর প্রেস ক্লাব আশা বন্ধু সমিতি ও রিপোর্টস ইউনিটির উদ্যেগে গত কাল শনিবার প্রেস ক্লাব কার্যালয়ে দুই শতাধিক দু:স্থ অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বেলা ১২.০০টা প্রেস ক্লাব কার্যালয়ে শীত বস্ত্র বিতরণ ও উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাহেরপুর প্রেস ক্লাবের আহ্বায়ক এস এম সামসুজ্জোহা মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর মেয়র আ’লীগের সাধারণ সম্পাদক অধক্ষ্য আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্যাংকার আ: সাত্তার প্রাং, তাহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর, বাগমারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন, বেলাল উদ্দিন।
এ সময় তাদের মধ্যে উপস্থিত ছিলেন তাহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ডাঃ ইয়াছিন আলী, তাহেরপুর আনসার ভিডিপি কমান্ডার রইচ উদ্দিন, মোকলেছুর রহমান, সাংবাদিক আবু বাক্কার সুজন, নাজিম হাসান জিল্লুর রহমান, সাবেক সম্পাদক শফিকুর রহমান শফিক, খোরশেদ আলম, আ: রাজ্জাক, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম, তাহেরপুর পৌর ছাত্রলীগ সম্পাদক সন্দীপ রায় তাহেরপুর কলেজ ছাত্রলীগ সভাপতি আমিরুজ্জামান তুহিন প্রমূখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ