বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌর সভার জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সোহানুর রহমান সোহান কে এবার পিঠালেন সেই লিমন। শিক্ষাথীদের মাঝে দেখা দিয়েছে ভীতি ও ক্ষোভ । জানা যায়, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র নূরপুর আমতলী মহল্লার ইয়াকুব আলীর ছেলে সোহানুর রহমান সোহান গত শনিবার সকাল ১০ টার দিকে বিদ্যালয়ে আসার পর পূর্ব শত্রুতার জের ধরে ঐ বিদ্যালয়ের শিক্ষক গুলবর আলী ও জনৈক আকবর আলী ইন্ধনে দশম শ্রেণীর ছাত্র কামারুজ্জামান লিমন বেধড়ক মারপিঠ করে সোহান কে। এ ঘটনায় সোহানের পিতা ইয়াকুব আলী বাদী হয়ে ইন্ধন দাতা সেই বির্তকিত শিক্ষক গুলবর আকবর আলী ও লিমনের বিচার চেয়ে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মেয়র আবুল কালাম আজাদ তাৎক্ষনিক ভাবে উভয় পক্ষেকে ডেকে নিয়ে মিমাংসার চেষ্টা করে। এক পর্যায়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে লিমনকে সর্তক করে দেওয়া হয়। ভবিষ্যতে এধরনের কার্যক্রমের সাথে জড়িত হলে লিমনকে স্কুল থেকে বহিস্কার করা হবে। এদিকে এলাকা বাসীরা জানায় দশম শ্রেণীর ছাত্র লিমনের কারণে জামগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের অন্যত্র ভর্তি করে দিচ্ছে।
এতে করে বিদ্যালয়টি শিক্ষার্থী সংকটের মুখে পড়েছে। লিমন স্থানীয় ছেলে হওয়ার কারণে সে বেপরয়া ভাবে বিদ্যালয়ে চলা ফেরা করার কারণে অভিভাবকরা তার ভয়ে তাদের ছেলে মেয়েদের জামগ্রাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি করছে না। উল্লেখ্য কয়েক দিন আগে সেই লিমন ঐ বিদ্যালয়েরই এস এস সি পরীক্ষাথী সবুজ নামের একজন ছাত্র কে মারপিঠ করে জখম করে । ঐ ঘটনায় বর্তমানে একটি মামলাও রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ