বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউপি’র পবা-নওহাটা-মোহনগঞ্জ রাস্তার চকহায়াতপুর গ্রামের রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃস্পতিবার উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন আনুষ্ঠানিক ভাবে রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক হারুন অর রশিদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ুন কবির, প্রভাষক আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাব বাবু, সামসুর রহমান মোল্লা, আরিফ মোল্লা, গোলাম রাব্বানী, ঠিকাদার জালাল উদ্দিন, মাসুদ রানা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৩ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র অর্থায়নে ৫৫৮ ফিট রাস্তা পাকা করণ করা হবে। এক প্রতিক্রিয়ায় ঐ গ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ুন কবির বলেন গ্রামবাসীর দীর্ঘ দিনের দাবী আজ পূরন হলো। এতে গ্রামবাসীরা খুশি। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ